• বাংলাদেশের নাগরিক হতে হবে এবং একটি বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে;
• জলবায়ু–সংক্রান্ত বিষয়ে আগ্রহ থাকতে হবে;
• ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে;
• বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে;
• আবেদনের সময় স্নাতক অধ্যয়নের প্রথম, দ্বিতীয় বা তৃতীয় বর্ষে থাকতে হবে;
• এ প্রোগ্রাম শেষ হওয়ার পর বাংলাদেশে তাঁদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ফিরে যেতে হবে;
• যুক্তরাষ্ট্র সম্পর্কে জানার আগ্রহ থাকতে হবে;
• একাডেমিক কৃতিত্ব থাকতে হবে, যেমন ভালো গ্রেড, পুরস্কার ও শিক্ষকের সুপারিশ;
• পাঠ্যক্রমবহির্ভূত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে অংশগ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে;
• যুক্তরাষ্ট্রের নাগরিক বা স্থায়ী অধিবাসী হলে আবেদন করা যাবে না;
• বিভিন্ন সংস্কৃতির সঙ্গে মেশার আগ্রহ থাকতে হবে।