বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক নূর আহম্মেদ ভূঁইয়া বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দৌলতদিয়া প্রান্তে রো রো (বড়) ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, এনায়েতপুরী, শাহ পরান ও ইউটিলিটি (ছোট) বনলতা নোঙরে রাখা হয়। এ সময় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা ঢাকামুখী যানবাহন নদী পাড়ি দিতে না পারায় দৌলতদিয়া প্রান্তে অপেক্ষা করতে থাকে।
আজ সকাল পৌনে আটটার দিকে দৌলতদিয়া ঘাটে গিয়ে দেখা যায়, ঘাট থেকে ফেরিগুলো যানবাহন বোঝাই করে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আবার কিছু ফেরি যানবাহনের জন্য অপেক্ষা করছে। ৪ নম্বর ঘাটে দুটি বড়, ৩ নম্বর ঘাটে একটি এবং ৬ নম্বর ঘাটে আরেকটি ছোট ফেরি যানবাহন নিয়ে অপেক্ষা করছিল। এসব ফেরিতে ঢাকামুখী দূরপাল্লার যাত্রীবাহী পরিবহনসহ পণ্যবাহী গাড়ি ছিল।