ক্লান্তি যেন ভর না করে, সেজন্য লিওনেল মেসিকে আবারও বিশ্রাম দেওয়া হলো। তার অনুপস্থিতিতে তাদেও আলেন্দে বড় ছাপ রাখলেন। বৃহস্পতিবার রাতে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে আর্জেন্টাইনকে ছাড়া ২-০ গোলে ইন্টার মায়ামি হারিয়েছে জ্যামাইকান প্রিমিয়ার লিগ দল ক্যাভালিয়ারকে।
লোড ম্যানেজমেন্টের কারণে এই ম্যাচে খেলানো হয়নি মেসিকে। তবুও দুই লেগের খেলার প্রথমটি জিতেছে তারা। অবশ্য সন্তোষজনক পারফরম্যান্স তারা দেখাতে… বিস্তারিত