Homeদেশের গণমাধ্যমেমুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে গণঅভ্যুত্থান অধিদপ্তর

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে গণঅভ্যুত্থান অধিদপ্তর


প্রকাশিত: ২২:৪৩, ৬ জানুয়ারি ২০২৫  


মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এর মাধ্যমে শহীদ পরিবার ও আহতদের এ মাস থেকেই পর্যায়ক্রমে ৬৩৭ কোটি ৮০ লাখ টাকা দেওয়া হবে বলেও জানান তিনি।

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এসব বলেন উপদেষ্টা।

তিনি জানান, আগামী অর্থ বছরের জুলাই থেকে শহীদ পরিবার ও গুরুতর আহতদের মাসিক ভাতা দেওয়া হবে। স্বচ্ছতার সাথে শহীদদের তালিকা করা হচ্ছে যেনো পরবর্তীতে প্রশ্ন না ওঠে।

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী জুলাইয়ের গণঅভ্যুত্থানে ৮২৬ জন শহীদ ও প্রায় ১১ হাজার আহত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। সরকারের পক্ষ থেকে শহীদ পরিবার ও আহতদের পাশে থাকতেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গঠিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর।

প্রতিটি শহীদ পরিবারকে ৩০ লাখ টাকা ও গুরুতর আহতদের যে আর্থিক সহায়তার ঘোষণা সরকার দিয়েছিল, এই অধিদপ্তরের মাধ্যমে তার কার্যক্রম শুরু হচ্ছে চলতি মাস থেকেই। এ মাসে দেওয়া হবে ২৩২ কোটি ৬০ লাখ টাকা, বাকিটা জুলাইয়ে।

আসছে অর্থ বছরের জুলাই থেকে শহীদ পরিবার ও গুরুতর আহতরা মাসিক ভাতা পাবেন বলেও জানিয়েছেন তথ্য উপদেষ্টা।

ঢাকা/আসাদ/এনএইচ





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত