রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বিসিএস কর্মকর্তা মুকিব মিয়াকে আশ্রয় দেওয়ায় দুই ডেপুটি রেজিস্ট্রারকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফের অনুমোদনক্রমে রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়।
বরখাস্ত দুই ডেপুটি রেজিস্ট্রার হলেন- মো. ইলিয়াসুর রহমান ও গোলাম সারোয়ার।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইলিয়াসুর রহমান ও গোলাম সারোয়ারকে চাকরির শৃঙ্খলা পরিপন্থি আচরণ অর্থাৎ শেকৃবির জন্য প্রযোজ্য চাকুরি বিধি-সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ২(খ) উপবিধিতে বর্ণিত ‘অসদাচরণ’-এর দায়ে উক্ত বিধিমালার ১২ (১) উপবিধি মোতাবেক বিশ্ববিদ্যালয়ের চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি রেজিস্ট্রার কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং প্রচলিত বিধি মোতাবেক ‘খোরাকি ভাতা’ প্রাপ্য হবেন।
প্রসঙ্গত, সম্প্রতি আওয়ামী লীগের পোস্টার-লিফলেট বিতরণ করে বিসিএস কর্মকর্তা মুকিব মিয়া আলোচনায় আসেন। গতকাল (সোমবার) রাতে মুকিব মিয়াকে ডিবি পুলিশের একটি টিম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কোয়েল ভবনের মো. ইলিয়াসুর রহমানের বাসা থেকে গ্রেপ্তার করেন। মুকিবকে আশ্রয় দেওয়ায় অভিযুক্ত দুই ডেপুটি রেজিস্ট্রারকে আজ (মঙ্গলবার) বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।