Homeদেশের গণমাধ্যমেমধ্যরাতে এক শহরে ৩-৩ ভোটে ড্র ট্রাম্প-কমলা

মধ্যরাতে এক শহরে ৩-৩ ভোটে ড্র ট্রাম্প-কমলা


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মধ্যরাতে একটি শহরে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এতে ৩-৩ ভোটে ড্র হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (০৫ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য নিউ হ্যাম্পশায়ারের ছোট্ট শহর ডিক্সভিল নচের একটি কেন্দ্রে মধ্যরাতে ভোট হয়েছে। এতে কেন্দ্রে নিবন্ধিত ছয় প্রার্থীর সকলে ভোট দিয়েছেন। গণনা শেষে দেখা গেছে, দুই প্রার্থীই এ আসনে সমান সমান ভোট পেয়েছেন।

মার্কিন ঐতিহ্য মেনে ১৯৬০ সাল থেকে কেন্দ্রটিতে মধ্যরাতের পর ভোট শুরু হয়। এ প্রথা মেনেই সোমবার মধ্যরাতের পর যুক্তরাষ্ট্র-কানাডার সীমান্তবর্তী এ কেন্দ্র ভোট শুরু হয়। এরপর তা গণনাও করা হয়।

নির্বাচনী কর্মকর্তারা ভোটগ্রহণের পর ফল প্রকাশ করেছেন। এতে দেখা গেছে মোট ছয়জন ভোটারই ভোট দিয়েছেন। সেখানে মোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস তিনটি এবং রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তিনটি ভোট পেয়েছেন।

নিউ হ্যাম্পশায়ারের নির্বাচনী আইন অনুসারে যেসব শহরে ১০০ জনের কম ভোটার রয়েছেন সেখানে মধ্যরাতে ভোটকেন্দ্র খুলে দেওয়ার নিয়ম রয়েছে। এ ছাড়া সব ভোটার ভোট দিলে ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে শুরু হবে ভোটগ্রহণ। মূলত ‘সুইং স্টেট’ অঙ্গরাজ্যগুলোর ভোটের ফলাফলের ওপরই নির্ভর করবে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের জয়-পরাজয়।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গণতন্ত্রের এই দেশটিতে আগাম ভোট দেওয়ার সুযোগ রয়েছে। এবারের নির্বাচনে ইতোমধ্যেই ৮ কোটি ১০ লাখেরও বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন। আর আজ ৫ নভেম্বর নির্বাচনের দিন দেশটির ৫০টি অঙ্গরাজ্য ও রাজধানী ওয়াশিংটন ডিসিতে সশরীরে ভোট দেওয়ার ব্যবস্থা রয়েছে।

সশরীরে ভোটদানের সুযোগের পাশাপাশি বেশিরভাগ অঙ্গরাজ্যে ডাকযোগেও ভোটের ব্যবস্থা থাকে। এই পদ্ধতিতে ভোটাররা মূলত চিঠির মাধ্যমে পূরণকৃত ব্যালট পেপার পাঠাতে পারেন অথবা কোনো সুনির্দিষ্ট ড্রপ-অফ স্থানে তা জমা দিয়ে যেতে পারেন।

প্রতিটি অঙ্গরাজ্য নিজেদের নিয়ম অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হওয়ার পর শুরু হয় ভোট গণনা। তবে সাধারণত অঙ্গরাজ্য ভেদে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে ভোট গণনা শুরু হতে পারে। মূলত সময়ের ব্যবধানের কারণে যুক্তরাষ্ট্রে ভোট গণনার সময়ে পার্থক্য দেখা যায়। যেসব অঙ্গরাজ্যের ভোট দ্রুত গণনা হয়, সেসব স্টেটের ফল রাতেই পাওয়া যেতে পারে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত