এ ঘটনায় মহাসড়কটিতে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ লাশ ও অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে কাভার্ড ভ্যান দুটিও জব্দ করা হয়।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজু মিয়া প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত দুজনের পরিচয় পাওয়া গেছে। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যান দুটির চালকেরা পালিয়ে গেছেন।