ভারতের প্রতি বিশ্ব এখন আরও মনযোগ দিচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ভারতের দিকে এখন সবাই নতুন আশা নিয়ে নজর দিচ্ছে। বর্তমানে ভারতের বিভিন্ন খাতে যে বিপুল সম্ভাবনা রয়েছে, তা নিয়ে আলোচনা করছে।
সোমবার ভারতের গুজরাট রাজ্যের আমরেলি জেলায় ৪ হাজার ৮০০ কোটি রুপির উন্নয়ন প্রকল্প উদ্বোধনের পর ভাষণে এসব কথা বলেন মোদি। তাঁর ভাষ্যমতে, সম্প্রতি অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে অংশ নেওয়া দেশগুলো ভারতের সঙ্গে হাত মেলাতে এবং ভারতের উন্নয়নের যাত্রায় অংশীদার হতে আগ্রহ দেখিয়েছে।