Homeদেশের গণমাধ্যমেব্যস্ত সড়কে বিমান বিধ্বস্ত | কালবেলা

ব্যস্ত সড়কে বিমান বিধ্বস্ত | কালবেলা


ব্যস্ত সড়কে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ছয়জন। যার মধ্যে এক মোটরসাইকেলচালক ও বাসযাত্রী রয়েছেন। তাদের দুজনের শরীরে আঘাত হানে বিমানের ধ্বংসাবশেষ।

নিহতরা বিমানের আরোহী ছিলেন। তবে তারা ক্রু নাকি যাত্রী ছিলেন সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এরই মধ্যে দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, ছোট বিমানটি মহাসড়কে প্রচণ্ড গতিতে আছড়ে পড়ে। এরপর ধ্বংসাবশেষ ছিটকে যায় চারদিকে। আঘাত হানে বাসে। ওই সময় অল্পের জন্য রাস্তার যানজটে আটকে থাকা অসংখ্য গাড়ি রক্ষা পায়। বিধ্বস্তের সঙ্গে সঙ্গে বিমানটিতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।

বিমান বিধ্বস্তের এ ঘটনাটি ঘটেছে ব্রাজিলের সাও পাওলোর বারা ফুন্ডা অঞ্চলে। সংবাদমাধ্যম ‘সিএনএন ব্রাজিল’ জানিয়েছে- স্থানীয় সময় শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটে সাও পাওলোর বারা ফুন্ডার মারকিউস দে সাও ভিসেন্তেতে কিং এয়ার এফ৯০ নামে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বেঁচে যাওয়াদের নিকটবর্তী সান্তা কাসা দে মিসেরিকোর্দিয়া ও উপা সান্তানা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছোট দুই ইঞ্জিনের কিং এয়ার প্লেন বিমানটি দেশটির দক্ষিণাঞ্চলের রিও গ্র্যান্ডে দো সুইয়ের পোর্তো অ্যালার্গেতে যাচ্ছিল। এটি শুক্রবার সকালে কাম্পো দে মার্তে বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। তবে বিধ্বস্ত হওয়ার কয়েক মিনিট আগে বিমানটি কন্ট্রোল টাওয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত