Homeদেশের গণমাধ্যমেবেরোবিতে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবিতে আলটিমেটাম

বেরোবিতে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবিতে আলটিমেটাম


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। নির্বাচনের রোডম্যাপ দিতে প্রশাসনকে রোববার (৫ জানুয়ারি) পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রোডম্যাপ না দিলে প্রশাসনিক ভবনে তালা ঝুলানোর হুঁশিয়ারি দেওয়া হয়।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে সংবাদ সম্মেলনে এ দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ সময় অনেক শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, জুলাই বিপ্লবের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়কে নিয়ে আশা-আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার জায়গায় রয়েছে। দেশজুড়ে যে সংস্কার চলছে তা যেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর সদস্য সচিব রহমত আলী, বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক শামসুর রহমান সুমন ও আশিক বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি নিশ্চিত করে তা প্রকাশ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভায় হামলাকারী ৭২ শিক্ষার্থীসহ জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা বাস্তবায়ন করতে হবে। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে মামলা দিতে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন সংগঠনের নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। ৫ জানুয়ারির মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এ ছাড়া ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ ঘোষণার পরও রাজনীতি চালুর অপচেষ্টা চালানো হচ্ছে। লেজুড়বৃত্তিক কোনো ছাত্র রাজনীতির কর্মকাণ্ডে যুক্ত থাকলে শাস্তি প্রণয়নে নীতিমালা সিন্ডিকেট সভায় পাস করতে হবে।

ছাত্র সংসদ নির্বাচনের আগে অন্য কোনো সংগঠনের নির্বাচন হলে তা প্রতিহতের ঘোষণাও দেন সংবাদ সম্মেলনকারীরা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত