Homeদেশের গণমাধ্যমে‘বিষাক্ত ইনজেকশন দিয়ে মাওলানা সাঈদীকে হত্যা করা হয়েছে’

‘বিষাক্ত ইনজেকশন দিয়ে মাওলানা সাঈদীকে হত্যা করা হয়েছে’


বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম বলেছেন, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে হাসপাতালে নিয়ে অপচিকিৎসার মাধ্যমে বিষাক্ত ইনজেকশন দিয়ে হত্যা করা হয়েছে। আকাশচুম্বী জনপ্রিয়তা ও কোরআন-হাদিসের কথা বলতো বিধায় দীর্ঘ ১৩ বছর জালিমের কারাগারে বন্দি রেখে তাকে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, অসংখ্য আলেমকে বিনা অপরাধে ফাঁসি দিয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টায় চট্টগ্রামের সীতাকুণ্ডে জেলা পরিষদ অডিটরিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা যে বিজয় পেয়েছি তা এখনো হুমকির মুখে রয়েছে। পরাজিত শক্তি ও ভারতের দালালরা এখনো দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই আমাদের সজাগ থাকতে হবে। দেশ ও জাতি গঠনে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা কাজী মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশ্রাফ হোসাইন মাছুমের পরিচালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা চট্টগ্রাম অঞ্চল ও চট্টগ্রাম মহানগরের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি আহসানুল্লাহ ভূঁইয়া।

এ সময় সীতাকুণ্ড উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ২০২৫-২৬ সেশনের জন্য শ্রমিক নেতা মিসবাহুল আলম রাসেলকে সভাপতি ও আশরাফ হোসাইন মাসুমকে সেক্রেটারি হিসেবে নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মো. ইউসুফ বিন আবু বকর, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন আজাদ, উত্তর জেলা উপদেষ্টা আনোয়ার সিদ্দিক চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা উপদেষ্টা মাওলানা মিজানুর রহমান, পৌরসভা সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম ফারহানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতারা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত