লক্ষ্মীপুরের রামগতিতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কাউসার আহমেদ রুবেল নামে এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। তিনি রামগতি পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালীর মাইজদীর বাসা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো বলেন, রুবেল মোবাইলফোনের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করার অভিযোগ রয়েছে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে আটক করা হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তবে নাম প্রকাশ না করার শর্তে কাউসার আহমেদ রুবেলের পরিবারের এক সদস্য জানিয়েছেন, তার (যুবলীগ নেতা) বিরুদ্ধে রামগতি থানায় কোনো মামলা নেই। শুধু রাজনৈতিক কারণেই তাকে আটক করা হয়েছে।
কাজল কায়েস/এমএএইচ/