ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিয়েবাড়িতে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে আব্দুল খলিল মিয়া ও তার ছেলে মো. আসিফ গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার বড়িকান্দি এলাকায় ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত খলিল মিয়া নবীনগর উপজেলার বড়ি কান্দি পশ্চিম পাড়া গ্রামের হিরু মিয়ার ছেলে।
নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক কালবেলাকে বলেন, সোমবার সকালে খলিল মিয়া ও তার ছেলেকে নিয়ে তার ভাতিজার বিয়ে বাড়িতে যায়। এ সময় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ মনাক ডাকাত ও তার ছেলেরা তাদের ওপর গুলি করে। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলে গুলিবিদ্ধ হয়। পরে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করে।
তিনি আরও বলেন, গুলির ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। হামলাকারীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। মনাক ডাকাতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।