বিআইজেএফ নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহসভাপতি কমপিউটার বিচিত্রার ভূঁইয়া ইনাম (৪৬), যুগ্ম সাধারণ সম্পাদক চ্যানেল ২৪-এর এনামুল হক (৪৭), সাংগঠনিক সম্পাদক ইনডিপেনডেন্ট টেলিভিশনের মো. তৌহিদুল ইসলাম (৪৫), কোষাধ্যক্ষ বিজটেক২৪ ডটকমের মো. সাইফুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), প্রকাশনা ও গবেষণা সম্পাদক টেকসংবাদ ডটকম ডটবিডির মো. মাহবুবুর রহমান (২৫) এবং নির্বাহী সদস্য মান্থলি টেকওয়ার্ল্ডের নাজনীন নাহার (৬১) ও দৈনিক ডিজিটাল সময়ের মো. এনামুল করিম (৪০)।