এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি ও স্থিতিশীলতার স্বার্থে বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক আস্থার সম্পর্ক গুরুত্বপূর্ণ বলে মনে করেন ঢাকায় নিযুক্ত জাপানের বিদায়ী রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। তাঁর মতে, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের মতো বড় প্রকল্পের সর্বোচ্চ সুফল নিশ্চিত করতে হলে আঞ্চলিক সহযোগিতা অপরিহার্য।
রাজধানীর ইস্কাটনে বিস মিলনায়তনে রোববার আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতায় জাপানের রাষ্ট্রদূত এই অভিমত দেন।
বঙ্গোপসাগরীয় অঞ্চলের যুক্ততা ও সম্ভাবনা নিয়ে যৌথভাবে ওই সেমিনার আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস-বিস) ও জাপানের ইনস্টিটিউট অব ডেভেলপিং ইকোনমিকস।