Homeদেশের গণমাধ্যমেবাংলাদেশের শতরানের পর মিরাজের বিদায়

বাংলাদেশের শতরানের পর মিরাজের বিদায়


বাংলাদেশ ১১২/৪ (১৪ ওভার)

দারুণ শুরুর পর হঠাৎ ছন্দপতন। এরপর মিরাজ-জাকেরের পথচলা শুরু হয়। দুজনের ব্যাটে প্রতিরোধ গড়ে এগোচ্ছিল বাংলাদেশ। মিরাজ থিতু হয়েও লম্বা করতে পারেননি ইনিংস। চেজকে স্লগ সুইপ করতে গিয়ে মিরাজ ধরা পড়েন বাউন্ডারি লাইনে। তার ব্যাট থেকে আসে ২৩ বলে ২৯ রান। ইনিংসটি সাজানো ছিল ৩টি চারের মারে। ক্রিজে জাকেরের সঙ্গী শামীম।  মিরাজের আউটের আগে বাংলাদেশ ১২.২ ওভারে শতরান পার করে। 

বাংলাদেশের দারুণ শুরুর পর আউট লিটন

রান খরায় ভুগছিলেন লিটন। শেষ দুই ম্যাচে ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। শেষ ম্যাচে এসে ভালো শুরু করেন। ভালো কিছুর আভাস দেন বাংলাদেশ অধিনায়ক। সঙ্গী ইমনকে দিচ্ছিলেন ভালো সঙ্গ। তবে লিটন বেশিদূর যেতে পারেননি। থামতে হয়েছে ১৪ রানে। ১৩ বলে এই রান করেন তিনি। শেফার্ডকে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন এক্সট্রা কাভারে। তার আউটে ভাঙে ২৮ বলে ৪৪ রানের জুটি। ক্রিজে ইমনের সঙ্গী তানজীদ হাসান। 

একাদশে এক পরিবর্তন 

ইনজুরিতে আঙুল ফেটে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে সৌম্য সরকার। তার পরিবর্তে জায়গা পেয়েছেন পারভেজ হোসেন ইমন। 

বাংলাদেশ একাদশ

লিটন কুমার দাস (অধিনায়ক), শামীম হোসেন, তানজিদ হাসান, পারভেজ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র‍্যান্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান, জাস্টিন গ্রেভস, রোস্টন চেইস, রভম্যান পাওয়েল (অধিনায়ক), রোমারিও শেফার্ড, গুডাকেশ মোটি, আলজারি জোসেফ, জেডেন সিলস, ওবেড ম্যাককয়।

ব্যাটিংয়ে বাংলাদেশ

কিংস্টাউনে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ২-০ ব্যবধানে জিতে ইতিমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এখন সুযোগ ধবলধোলাই করার। টস জিতে ব্যাটিং নিয়েছেন লিটন দাস। 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত