Homeদেশের গণমাধ্যমেবাংলাদেশের বিপক্ষের ম্যাচকে সামনে রেখে অবসর ভেঙে ফিরলেন ছেত্রী

বাংলাদেশের বিপক্ষের ম্যাচকে সামনে রেখে অবসর ভেঙে ফিরলেন ছেত্রী


মাত্র ৮ মাসের ব্যবধানে অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফেরার ঘোষণা দিয়েছেন ভারতীয় ফুটবল কিংবদন্তি সুনীল ছেত্রী।

চলতি মাস ফিফা উইন্ডোতে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে ভারত। তার একটি মালদ্বীপের বিপক্ষে, অপরটি বাংলাদেশের। এই দুটি ম্যাচে তিনি খেলার ইচ্ছা পোষণ করেছেন। আজ বৃহস্পতিবার (০৬ মার্চ, ২০২৫) সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের ‘এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে’ ছেত্রীর অবসর ভেঙে ফুটবলে ফেরার বিষয়টি ঘোষণা দেওয়া হয়েছে এবং তাকে ভারত স্কোয়াডে যুক্ত করা হয়েছে।

ফুটবল কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে জানায়, ‘‘সুনীল ছেত্রী ফিরছেন। ভারতীয় ফুটবলের অধিনায়ক, নেতা এবং কিংবদন্তি আন্তর্জাতিক ফুটবলে ফিরে আসবেন ফিফা মার্চ উইন্ডোর মাধ্যমে।’’

৪০ বছর বয়সী ছেত্রী ১৯ মার্চ মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন। এরপর ২৫ মার্চ বাংলাদেশে বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলবেন। দুইটি ম্যাচই শিলংয়ে অনুষ্ঠিত হবে।

২০২৪ সালের মে মাসে অবসরের ঘোষণা দিলেও ছেত্রী তার মত বদলে আবারো আন্তর্জাতিক ফুটবলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। ২০০৫ সালে পাকিস্তানের বিপক্ষে জাতীয় দলে অভিষেক হয়েছিল তার এবং ২০০৭, ২০০৯, ২০১২ ও ২০২৩ সালে সাফ কাপসহ বিভিন্ন আন্তর্জাতিক শিরোপায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। বর্তমানে তিনি বেঙ্গালুরু এফসির হয়ে আইএসএলে খেলছেন।

মালদ্বীপ ও বাংলাদেশের বিপক্ষের ম্যাচে ভারতের স্কোয়াড:

গোলকিপার: অমরিন্দর সিং, গুরমিত সিং ও বিশাল কাইথ।

ডিফেন্ডার: আশীষ রাই, বরিস সিং থাঙ্গজাম, চিংলেনসানা সিং কনশাম, হ্মিংথানমাওইয়া, মেহতাব সিং, রাহুল ভেক, রোশন সিং, সন্দেশ ঝিঙ্গান ও সুবাশীষ বোস।

মিডফিল্ডার: আশিক কুরুনিয়ান, আয়ুশ দেব ছেত্রী, ব্র্যান্ডন ফেরান্দেজ, ব্রিসন ফেরান্দেজ, জ্যাকসন সিং থৌনাওজাম, লালেংমাওইয়া, লিস্টন কলাকো, মহেশ সিং নওরেম ও সুরেশ সিং ওয়াংজাম।

ফরোয়ার্ড: সুনীল ছেত্রী, ফারুখ চৌধুরী, ইরফান ইয়াদওয়াদ, লালিয়ানজুয়ালা ছাঙতে ও মানবীর সিং।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত