Homeদেশের গণমাধ্যমেবগুড়ার দেয়ালে সাঁটানো ‘শেখ হাসিনাতেই আস্থা’

বগুড়ার দেয়ালে সাঁটানো ‘শেখ হাসিনাতেই আস্থা’


বগুড়া শহরের গুরুত্বপূর্ণ বেশ কিছু সড়কের পাশে দেয়ালে দেখা গেছে ‘শেখ হাসিনাতেই আস্থা’ লেখা স্টিকার। কে বা কারা এই স্টিকারগুলো লাগিয়েছে তা জানা যায়নি।

ছোট আকারের এই স্টিকারে দেখা গেছে, বড় করে নৌকা প্রতীকের ছবি দিয়ে তার নিচে লেখা হয়েছে ‘শেখ হাসিনাতেই আস্থা’। কাগজের দুই পৃষ্ঠায় এক লেখা ছাপা হয়েছে। তাতে কারো কোনো নাম নেই।

শহরের সাতমাথা, পুলিশ প্লাজা, সরিফ উদ্দীন সুপার মার্কেট, সার্কিট হাউজের সামনের সড়ক, আদালত পাড়া, ইয়াকুব স্কুলের মোড়, করতোয়া কুরিয়ারের সড়ক, সাতমাথা কাঠের আসবাবপত্র বিক্রির দোকানের সড়ক, গালাপুট্ট ও থানামোড়ে এসব কাগজ পড়ে আছে। ধারণা করা হচ্ছে, গত শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে এগুলো সড়কের পাশে লাগানো হয়েছে।

বগুড়া শহরের সাতমাথার কাঠপট্টির আসবাবপত্র বিক্রেতা মোসলেম উদ্দিন জানান, কাঠের আসবাবপত্র দিয়ে দোকান সাজাতে এসে দেখি এই স্লিপগুলো রাস্তার ওপর পড়ে আছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ১ ফেব্রুয়ারি ছিল বগুড়া জেলা স্বর্ণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন। তাতে প্রার্থীরা ভোটের আগে দিন তাদের মার্কা স্লিপ রাস্তায় রাস্তায় ছিটিয়ে দিয়েছেন বাড়তি ভোটের আশায়। সেই স্লিপের সঙ্গেই কে বা কারা নৌকা প্রতীকসহ শেখ হাসিনাতেই আস্থা স্লিপ বিতরণ করেছেন।

বগুড়া জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি হিরো মুঠোফোনে জানান, তাদের কোনো কার্যক্রম প্রকাশ্যে করতে দেওয়া হচ্ছে না। তাই নেতা-কর্মীরা তাদের অবস্থান জানান দিতেই বগুড়া শহরের প্রধান প্রধান রাস্তায় এই স্লিপ বিছিয়ে দিয়েছেন জনগণের নজর কাড়তে।

এ প্রসঙ্গে বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। কে কারা রাতের আধারে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য এসব স্লিপ ছড়িয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ সড়কের পাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত