Homeদেশের গণমাধ্যমেবগুড়ার আলোচিত সেই তুফান সরকার গ্রেপ্তার

বগুড়ার আলোচিত সেই তুফান সরকার গ্রেপ্তার



বগুড়া প্রতিনি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৫, ২৪ ডিসেম্বর ২০২৪  


বগুড়ায় আলোচিত শ্রমিক লীগ নেতা তুফান সরকারকে গ্রেপ্তার করেছে পু‌লিশ। সোমবার (২৩ ডিসেম্বর) রাত তিনটার দিকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকায় তাঁর বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।

তুফান সরকার বগুড়া শহরের চকসূত্রাপুর কসাইপাড়ার মজিবর রহমানের ছেলে ও শহর শ্রমিক লীগের আহ্বায়ক ছিলেন। তিনি বগুড়া শহরের আলোচিত যুবলীগ নেতা, সাবেক পৌর কাউন্সিলর আবদুল মতিন সরকারের ভাই।

জানা গেছে, তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, নারী নির্যাতনসহ ১৪টি মামলা রয়েছে। ছাত্রী ধর্ষণ মামলায় ২০১৭ সালে গ্রেপ্তার হয়েছিলেন তুফান। এছাড়াও তুফান সরকার দুদকের একটি মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর একাধিক হত্যা মামলায় আসামি হওয়ায় তিনি আত্মগোপনে ছিলেন। 

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার ব‌লেন, “তুফান সরকারকে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। পরে আজ মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। 

উল্লেখ‌্য, ২০১৭ সালের জুলাই মাসে বগুড়ায় এক কলেজ ছাত্রীকে ধর্ষণ এবং ওই ছাত্রী ও তার মায়ের মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় আলোচনায় আসেন তুফান সরকার। তিনি এ মামলার প্রধান আসামি। এ ঘটনা তখন সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ঢাকা/এনাম/ইমন





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত