|| রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:১৮, ৬ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ২২:১৯, ৬ ফেব্রুয়ারি ২০২৫
দেশি-বিদেশি সাংবাদিকদের সঙ্গে নিয়ে যত দ্রুত সম্ভব প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) কার্যালয়ে গিয়ে ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়, যা তার কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তবে তিনি ঠিক কবে এই পরিদর্শন যাবেন, তা নির্দিষ্ট করে বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়নি। অবশ্য বলা হয়েছে, যত দ্রুত সম্ভব প্রধান উপদেষ্টা কাজটি করবেন।
এর আগে গত ১৯ জানুয়ারি আয়নাঘর পরিদর্শন করার ইচ্ছার কথা জানিয়েছিলেন ড. ইউনূস। সেদিন এক বৈঠকে প্রধান উপদেষ্টার সামনে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি তুলে ধরেছিলেন কমিশনের সদস্যরা। ওই দিন প্রধান উপদেষ্টাকে ‘আয়নাঘর’ হিসেবে পরিচিত হয়ে ওঠা ‘জয়েন্ট ইন্টারোগেশন সেল’ ঘুরে দেখার অনুরোধ করেছিল কমিশন।
সভায় রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রয় কার্যক্রম এবং ব্যাপক হারে আমদানি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে আলোচনা হয়।
সভায় রমজানে লোডশেডিং না রাখা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়েও কথা হয়।
ঢাকা/হাসান/রাসেল