এভাবে লাইভ ভিডিও দেখে নাকি বেশ লাভ হয়েছে মায়ের। সাধারণ নিত্যপণ্য থেকে প্রিন্টার এমনকি সর্বশেষ মডেলের আইফোনও জিতেছেন তিনি। ওই আইফোন পরে আবার বিক্রি করে দিয়েছেন একটি ই-কমার্স ওয়েবসাইটে। মা বলেন, লাইভ ভিডিও দেখে তিনি মাসে ১ হাজার ৪০০ থেকে ২ হাজার ৮০০ ডলারের পুরস্কার জিতেছেন।
তবে এখন হয়তো মায়ের কারাভোগ করা লাগতে পারে। কারণ, যাঁদের কাছ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো কিনেছিলেন, সেগুলোয় ওই ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য ছিল। আর চীনা আইন অনুযায়ী, অন্য কারও ব্যক্তিগত তথ্য নিজের কাজে ব্যবহার করার জন্য সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড বা জরিমানা হতে পারে।