Homeদেশের গণমাধ্যমেপুঁজিবাজারে সূচকের পতন | অর্থনীতি

পুঁজিবাজারে সূচকের পতন | অর্থনীতি


প্রকাশিত: ১৫:২২, ১৮ ডিসেম্বর ২০২৪  


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৮ ডিসেম্বর) সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। এদিকে ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৬.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২০৮ পয়েন্টে। ডিএসই শরিয়া সূচক ৩.৭৯ পয়েন্ট কমে ১ হাজার ১৬২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০.৫৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৪০৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭৯টি কোম্পানির, কমেছে ২৫৮টির এবং অপরিবর্তিত আছে ৬৬টির।

এদিন ডিএসইতে মোট ৪০২ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৫০ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১১.৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৮২২ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৮.৬৬ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৮৯ পয়েন্টে, শরিয়া সূচক ০.৯১ পয়েন্ট বেড়ে ৯৩৪ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৪৪.১০ পয়েন্ট কমে ১১ হাজার ৯৬৬ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১৮৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৬৫টি কোম্পানির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত আছে ৩১টির।

দিন শেষে সিএসইতে ১৫ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/ইভা 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত