Homeদেশের গণমাধ্যমে‘পাচার হওয়া টাকার সঠিক পরিমাণ বের করা সম্ভব না’

‘পাচার হওয়া টাকার সঠিক পরিমাণ বের করা সম্ভব না’


টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, গভর্নর ব্যাংক খাত থেকে যে ১৭ বিলিয়ন ডলার পাচার হওয়ার কথা বলেছেন, বাস্তবে তার পরিমাণ আরও বেশি। বাংলাদেশ থেকে কত টাকা পাচার হয়েছে, তার সঠিক পরিমাণ বের করা সম্ভব হবে না।

শনিবার (০২ নভেম্বর) ইআরএফ আয়োজিত অনুষ্ঠানে তিনি এমন তথ্য জানান।

তিনি বলেন, গভর্নর ব্যাংক খাত থেকে যে ১৭ বিলিয়ন ডলার পাচার হওয়ার কথা বলেছেন, প্রকৃতপক্ষে সেটার পরিমাণ আরও বেশি। তৎকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ প্রভাবশালীরা ব্যাংক খাত ও বাণিজ্যের আড়ালে বছরে ১২-১৫ বিলিয়ন ডলার পাচার করেছে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে যে অর্থ পাচার হয়েছে তা ফেরাতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। এরইমধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে বৈঠক করেছে সরকার। আগামী দুই বছরের মধ্যে যদি একটা পয়সাও ফেরত আসে তাহলে সেটাও বড় অর্জন হবে।

ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, বাংলাদেশে ঋণ খেলাপির সংস্কৃতি যারা চালু করেছে, সেই প্রভাবশালীরাই পাঁচতারকা হোটেলে বসে ব্যাংকখাতের নীতি পলিসি তৈরি করতো। বাংলাদেশ ব্যাংক সেসব পলিসি শুধু ঘোষণা করত।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত