কীভাবে যাবেন
ঢাকা অথবা চট্টগ্রাম থেকে যেকোনো বাসে চড়ে প্রথমে পৌঁছাতে হবে খাগড়াছড়ি। এর পর থেকে সিএনজি বা অটোরিকশায় করে নিউজিল্যান্ড পাড়া যেতে পারবেন। খাগড়াছড়ি বাজারের শাপলা চত্বর থেকে অটোরিকশা ভাড়া জনপ্রতি ২০ টাকা।
কোথায় থাকবেন
খাগড়াছড়ি শহরে পর্যটন মোটেল, হোটেল গাইরিং, অরণ্য বিলাস, মাউন্টেন, শৈল সুবর্ণসহ বিভিন্ন মানের থাকার হোটেল আছে। সেখান থেকে বাজেটের মধ্যে হোটেল বা মোটেল খুঁজে নিতে হবে। তবে রুম ভাড়া একদম হাতের নাগালেই। ৫০০ থেকে ৩ হাজার ৫০০ টাকার মধ্যে।