আজ দেখা যায়, হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া ভবনটি খালি পড়ে আছে। পুরো ভবনটি দেখতে এসেছেন কিছু নেতা-কর্মী। তবে কার্যালয়ের সামনে পুলিশ ও অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায়নি।
ভবনটি দেখতে আসা নেতা-কর্মীদের সঙ্গে কথা হলো। তাঁদের অনেকেরই জিজ্ঞাসা, দেশে কি প্রশাসন নেই, এভাবে কার্যালয়টি পুড়িয়ে দেওয়া হলো। কোনো বাধা দেওয়া হলো না।
এসব কর্মীর নাম জিজ্ঞাসা করলেও তাঁরা বলতে চাননি।
আগুনে জাতীয় পার্টির কার্যালয়ের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙচুর করা হয়েছে আসবাবসহ অন্যান্য সামগ্রী। কার্যালয়ের দেয়ালে থাকা জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ম্যুরাল ক্ষতিগ্রস্ত করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক দোকানদার প্রথম আলোকে বলেন, কয়েক দিন ধরে এখানে লোকজনের ভিড় ছিল। গতকাল ভবনটিতে আগুন দেওয়া হয়েছে।