বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, গুলিবর্ষণ, হতাহত ও হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় ছাত্রলীগের সাবেক সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৭ অক্টোবর) বিকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে কোতয়ালি থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুর সরকারী কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির আহমেদ সুজন, সদরের ৯নং আস্করপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউর রহমান, চেহেলগাজী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি জীবন হোসেন, যুবলীগের আল মামুন প্রিন্স, কৃষকলীগের মমিনুল ইসলাম, ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও খালিদী।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে জুলাই ও আগস্ট মাসে আসামিরা সাধারণ শিক্ষার্থীদের ওপর অস্ত্রসহ হামলা করে। এছাড়াও আসামিরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা, মারধোর, গুলিবর্ষণ করে। এতে করে বেশ কিছু শিক্ষার্থী গুলিবিদ্ধ ও আহত হয়। তাদের মধ্যে রবিউল ইসলাম রাহুল নামে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
এছাড়াও হাকিমপুরে দুই শিক্ষার্থীকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটে। এসব ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়েছে জেলার বিভিন্ন উপজেলায়। এসব মামলায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য আসামিদেরও গ্রেফতার করার কথা জানায় পুলিশ।