৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।
পিএসসি জানিয়েছে, দ্বিতীয় পরীক্ষকের কাছে থেকে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা প্রায় চলে এসেছে। এখন তা শেষ পর্যায়ে। দ্রুতই তৃতীয় পরীক্ষকের কাছে খাতা যাবে। এই কাজ করা হবে দ্রুত সময়ে যাতে লিখিতর ফল দেওয়া যায়। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে। প্রায় সাত মাস আগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।