Homeদেশের গণমাধ্যমেতাহসানের সঙ্গে সিঁথির ‘একা ঘর আমার’ চমক

তাহসানের সঙ্গে সিঁথির ‘একা ঘর আমার’ চমক


ব্যক্তিজীবনে দারুণ সময় কাটাচ্ছেন তাহসান, সে কথা নির্দ্বিধায় বলা যায়। কারণ, মাত্রই বিয়ে করেছেন এই সংগীতশিল্পী। বছরের শুরুতে ব্যক্তিজীবনে ভালো থাকার পাশাপাশি, কর্মজীবনেও দারুণ আলো ছড়ালেন। বিয়ের সুখবরের দুদিনের মাথায় প্রকাশ করলেন নিজের কথা, সুর ও কণ্ঠে নতুন গান ‘একা ঘর আমার’।

সুকণ্ঠী সিঁথি সাহাকে নিয়ে গাওয়া এই গানের ভিডিওতে দুজনে মডেল হয়েও মুগ্ধতা ছড়ালেন। তারই রেশ মিলল ৬ ডিসেম্বর রাতে রাজধানীর এক বর্ণাঢ্য প্রকাশনা উৎসবে। এদিন তাহসান-সিঁথির উপস্থিতিতে দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিংয়ের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হলো ব্যয়বহুল গানচিত্রটি, যা প্রকাশের পরই মুগ্ধতা ছড়িয়ে চলেছে শ্রোতা-দর্শক মহলে।

এদিকে প্রকাশনা উৎসবে অংশ নিয়ে তাহসান বলেন, ‘প্রতিবছরই কা‌জের প‌রিকল্পনা ক‌রি। যদিও গতবছর মাত্র দুটি গান করেছি। তবে এ বছর অনেক বে‌শি গা‌নের প‌রিকল্পনা ক‌রে‌ছি। বছরের প্রথম মাসেই চারটি গান ক‌রে‌ছি। এর ম‌ধ্যে শুরুটা করলাম ‘একা ঘর আমার’ দিয়ে।’

‘একা ঘর আমার’ প্রসঙ্গে গানটির এই গীতিকার-সুরকার-শিল্পী বলেন, ‘প্রেম নিয়ে এত এত গান লেখা হয়েছে, এত ভালো ভালো গীতিকার গান লিখেছেন। এ কারণে আমি ভেবেছি, প্রেমের ঠিক কোন বিষয়টি নিয়ে গান লেখা হয়নি। তখন মনে হলো, মানুষ যখন কারও প্রেমে পড়ে, অনেক প্রত্যাশা থাকে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হলে কষ্ট হয়। ততদিনে অনেক বড় ভুল হয়ে যায়। এমনও হয়, আপনি যাকে ভালোবাসেন সে যে কষ্টটা দিয়েছে, সেটি আপনি পুষে রাখছেন। আপনি কষ্টে চুরমার হয়ে যাচ্ছেন কিন্তু ভালোবাসা থেকে মুখ ফেরাতে পারছেন না। একজন মানুষকে ভালোবাসি, আবার ঘৃণাও করি, এমন কিন্তু হয়। এমন একটা অনুভূতি থেকে এই গানটা লেখা-সুর করা।’

গানটির সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। আর ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। তারাও প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত থেকে গানটি প্রসঙ্গে কথা বলেছেন।

‘একা ঘর আমার’ প্রসঙ্গে সিঁথি সাহা ব‌লেন, ‘তাহসান ভাইয়া যেমনটা বল‌ছি‌লেন, প্রেম যত‌ দিন থাক‌বে, স্যাড‌নেস ততদিন থাক‌বে। এই গানটাও স্যাড রোমা‌ন্টিক। চমৎকার এক‌টি গান। আশা করছি শ্রোতারা মনের ও চোখের আরাম পাবেন।’

‘একা ঘর আমার’ গানটি প্রযোজনা করছে অনুপম রেকর্ডিং মিডিয়া। সিনেমাকেন্দ্রিক ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি গত চার দশকে এবারই প্রথম মৌলিক কোনও গান প্রযোজনা করেছে। সে জন্যই এটি নিয়ে প্রতিষ্ঠানটির বাড়তি যত্ন চোখে পড়েছে।

অনুপম রেকর্ডিং মিডিয়ার স্বত্বাধিকারী আনোয়ার হো‌সেন ব‌লেন, ‘৪০ বছর ধরে আমরা সিনেমা ও গানের সঙ্গে আছি। চেষ্টা করেছি বাংলা সিনেমা ও গানের উন্নয়ন ও বিকাশে কাজ করে যেতে। যদিও এতকাল আমরা সিনেমার বাইরে মৌলিক গান করিনি। তবে এই গানটি দিয়ে আমরা সেই পথে এখন থেকে হাঁটা শুরু করলাম। ভিউ নয়, আমরা চাই মানসম্মত আধুনিক বাংলা গান করতে। বাকিটা নির্ভর করছে সবার সমর্থন ও সহযোগিতা। আমাদের এই নতুন যাত্রায় তাহসান ও সিঁথিকে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

এই প্রকাশনা উৎসবের শুরুতে অনুপম রেকর্ডিং মিডিয়া প্রসঙ্গে সূচনা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সিইও গীতিকবি মহসীন মেহেদী।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত