Homeদেশের গণমাধ্যমেতাবুতে সাকিনার রহস্যময় ইতিহাস | প্রথম আলো

তাবুতে সাকিনার রহস্যময় ইতিহাস | প্রথম আলো


তাবুতে সাকিনা অভিশপ্ত সিন্দুক নামে পরিচিত। রহস্যময় এ সিন্দুকটি অলৌকিক ক্ষমতাসম্পন্ন। আল্লাহর পক্ষ থেকে সিন্দুকটি বনী ইসরাইল সম্প্রদায়কে দিয়েছিলেন হজরত মুসা (আ.)।

মুসার (আ.)–এর মৃত্যুর পর তাঁর সান্নিধ্যধন্য নবী ইউশা ইবনে নুন সিন্দুকটির তত্ত্বাবধান করতেন। তাঁর মৃত্যুর পর এর দেখাশোনা করতেন বনী ইসরাইল সম্প্রদায়ের পুরোহিতেরা। সিন্দুকটির অলৌকিক ক্ষমতা আছে বলে তারা বিশ্বাস করত। তারা বিশ্বাস করত, এই সিন্দুক সঙ্গে থাকলে কেউ তাদের পরাজিত করতে পারবে না।

কিন্তু সিন্দুকটি নিয়ে একটি সংকট তৈরি হয়। যেখানেই এটি রাখা হতো তার আশপাশের লোকজনের মধ্যে মহামারি ছড়িয়ে পড়ত। এতে বেশ কিছুদিন তারা সিন্দুকটিকে বিভিন্ন স্থানে স্থানান্তরিত করে। নানা স্থানে বহু লোকের প্রাণহানি ঘটে। উপায়ন্তর না দেখে তারা সিন্দুকটিকে একটি গরুর গাড়িতে করে অজানার উদ্দেশে পাঠিয়ে দেয়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত