তবে লিটনকে নিয়ে মনও খারাপ হয় মাহমুদের। তাঁর ব্যাটিং চোখের জন্য শান্তির। সমস্যা একটাই আন্তর্জাতিক ক্রিকেটে ৯ বছর কাটিয়ে দেওয়ার পরও ধারাবাহিক হতে পারেননি, ‘মন খারাপ লাগে যে এই ক্রিকেটারটা রান করে না। কারণ লিটন রান করলে দেখতেও ভালো লাগে, দলের জন্য উপকার হয়। লিটনের যেখানে থাকার কথা ছিল, সেখানে হয়তো নেই। এটা সত্যি কথাই।’
বাংলাদেশের সাবেক এই অধিনায়ক অবশ্য বিশ্বাস করেন, লিটনের সেরাটা দেখা এখনো বাকি, ‘এমন নয় যে লিটনের সোনালি সময় শেষ হয়ে গেছে। হয়তো সেরাটা আসার এখনো বাকি আছে। লিটন কঠোর পরিশ্রম করে, সবাই করে। কোথায় ওর সমস্যা হচ্ছে, সেটা আমি বলতে পারব না। টেকনিক্যালি বা ট্যাকটিক্যালি কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ এগুলো নিয়ে অনেক কাজ করেছে।’