Homeদেশের গণমাধ্যমেঢাবিতে আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন একাত্তর হল

ঢাবিতে আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন একাত্তর হল


ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কবি জসীমউদ্‌দীন হল ডিবেটিং ক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী পঞ্চদশ পল্লীকবি আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতায় বিজয় একাত্তর হল চ্যাম্পিয়ন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল রানার্সআপ হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় হল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

জসীম উদ্‌দীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি তাজিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এম শাহীন খান, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, হল ডিবেটিং ক্লাবের মডারেটর মুহাম্মদ ইহসান-উল-কবির, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি অর্পিতা গোলদার এবং সাধারণ সম্পাদক আদনান মুস্তারী বক্তব্য রাখেন। হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক মাসুম আবদুল্লাহ অনুষ্ঠান সঞ্চালন করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, বিতর্ক চর্চা ও সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে মানবিক মূল্যবোধের বিকাশ ঘটে ও সামাজিক দায়বদ্ধতা গড়ে ওঠে। সব চাপ উপেক্ষা করে বিতার্কিকরা যুক্তির মাধ্যমে সমাজের নানা অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ জানান। যার প্রতিফলন আমরা ২৪-এর গণআন্দোলনে লক্ষ্য করেছি। যে কোনো বিবেচনায় বিতর্ক চর্চা সমাজে সত্য প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ। তাই জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিতর্ক চর্চা অব্যাহত রাখতে হবে।

উল্লেখ্য, অনুষ্ঠানে অতিথিরা ‘নক্সী কাঁথার মাঠ’ শীর্ষক একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত