Homeদেশের গণমাধ্যমেট্রাম্প নাকি কমলা, কাকে ভোট দিলেন শিশির?

ট্রাম্প নাকি কমলা, কাকে ভোট দিলেন শিশির?


মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়ে পুনরায় হোয়াইট হাউসে যাওয়ার অপেক্ষায় রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতিতে গোটা দুনিয়ার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবারের নির্বাচন। এ নির্বাচনে মার্কিন নাগরিক ভোট দিয়েছেন আলোচিত ক্রিকেটার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির।

বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে হাতে স্টিকারযুক্ত একটি ছবি পোস্ট করেছেন শিশির। ছবিতেই স্পষ্ট ২০২০ সালের পর এবারের নির্বাচনেও ভোট প্রদান করেছেন তিনি। তবে কাকে দিয়েছেন ভোট, সেটি এখনো খোলাসা করেননি।

ভোট প্রদানের রাতে সাকিবের সাথে নিউইয়র্কের ফাঁকা রাস্তায় ঘুরতে বেরিয়েছেন। সেই মুহূর্তের একটি ছবিও তিনি ফেসবুকে শেয়ার করেছেন। ক্যাপশনে শিশির লিখেছেন, ‘নিউইয়র্কের ফাঁকা রাস্তা আমাদের খুব প্রিয়।’

যদিও শিশিরেরে ফেসবুকে থাকা তথ্য বলছে তিনি মার্কিন নির্বাচনের অন্যতম ব্যাটেলগ্রাউন্ড স্টেট উইসকিনসনের বাসিন্দা। রাজ্যটিতে এবার ৪৯.৭% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে নিউ ইয়র্কে ৫৫. ৪ শতাংশ ভোট পেয়ে রাজ্যটিতে জিতেছেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস।

এদিকে নির্বাচন নিয়ে মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, এখন পর্যন্ত ট্রাম্পের প্রাপ্ত ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২৭৭। অপরদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ভোট। দেশটিতে মোট ৫০টি অঙ্গরাজ্যে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। জিততে হলে ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হবে। তা ইতিমধ্যে ট্রাম্প নিশ্চিত করেছেন এবং আরও কিছু রাজ্যের ইলেকটোরাল কলেজ ভোট তার দখলে যাওয়ার খুব সম্ভাবনা তৈরি হয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত