Homeদেশের গণমাধ্যমেট্রাম্পের পাল্টায় উত্তর আমেরিকার নাম বদলের প্রস্তাব মেক্সিকান প্রেসিডেন্টের

ট্রাম্পের পাল্টায় উত্তর আমেরিকার নাম বদলের প্রস্তাব মেক্সিকান প্রেসিডেন্টের


প্রকাশিত: ২২:৪৮, ৮ জানুয়ারি ২০২৫  
আপডেট: ২৩:২০, ৮ জানুয়ারি ২০২৫

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাউম।


মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাউম মার্কিন যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকার নাম পরিবর্তন করার প্রস্তাব দিয়েছেন। তিনি উত্তর আমেরিকার নাম ‘মেক্সিকান আমেরিকা’ রাখা যেতে পারে বলে পরামর্শ দিয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) যুক্তরাষ্ট্রে সংবাদ সম্মেলনে গ্রিনল্যান্ড, পানামা খাল, আর্কটিক সাগরে মার্কিন দখলদারিত্ব বিস্তারের ‘বাসনা’ ব্যক্ত করেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কীভাবে এসব সার্বভৌম ভূখণ্ড যুক্তরাষ্ট্রের দখলে নেবেন, তারও কিছু পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর উচ্চাভিলাষ নিয়েও কথা বলেন সংবাদ সম্মেলনে। 

ট্রাম্প মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ রাখবেন বলে অঙ্গীকার করেছেন। তার সেই বক্তব্য নিয়ে রীতিমতো হাস্যরস করে পাল্টা প্রস্তাব দিয়েছেন মেক্সিকান প্রেসিডেন্ট।

উত্তর আমেরিকার ১৬০৭ সালের একটি মানচিত্রের দিকে ইঙ্গিত দিয়ে ক্লডিয়া শেনবাউম রসিকতা করে বলেছেন, “মেক্সিকান আমেরিকা, এটা চমৎকার শোনাচ্ছে।” অর্থাৎ তিনি গোটা উত্তর আমেরিকা ভূখণ্ডের নাম ‘মেক্সিকান আমেরিকান’ রাখা যেতে পারে বলে মত দেন।

তিনি বলেন, “বাস্তবতা হচ্ছে, মহাদেশের সমগ্র উত্তর অংশের (আমেরিকা) নাম হিসেবে মেক্সিকান-আমেরিকা ১৭ শতক থেকে স্বীকৃত।”

শেনবাউমের ভাষ্য- ট্রাম্প যেমনটা বলেছেন, মেক্সিকো কারটেলদের (মাদকপাচার চক্র) মাধ্যমে পরিচালিত, বিষয়টি সত্য নয়। 

তিনি বলেন, “মেক্সিকোতে জনগণ দায়িত্বে রয়েছে। আমরা নিরাপত্তা সমস্যার সমাধান করছি।”

ঢাকা/শাহেদ/রাসেল





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত