Homeদেশের গণমাধ্যমেট্রাভেল এজেন্সির ব্যবসায় আটাবের সদস্যপদ বাধ্যতামূলক

ট্রাভেল এজেন্সির ব্যবসায় আটাবের সদস্যপদ বাধ্যতামূলক


ট্রাভেল এজেন্সি ব্যবসা করতে বাণিজ্য সংগঠনের সদস্যপদ গ্রহণ বাধ্যতামূলক করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। রোববার (৩ নভেম্বর) মন্ত্রণালয়ের পর্যটন শাখা-৩ এর উপ-সচিব মির্জা মুরাদ হাসান বেগের সই করা এক অফিস চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

ওই চিঠিতে বলা হয়, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) গত ২৬ মে আবেদনের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ‘বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ২১ এর(১) (ক) ও (খ) ধারা অনুযায়ী ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবাখাতসমূহে কোনো ব্যক্তি, ব্যবসায়ী, ব্যবসা প্রতিষ্ঠান,অংশীদারি কারবার, কোম্পানি বা প্রতিষ্ঠানকে কোনো নির্দিষ্ট নিবন্ধিত বাণিজ্য সংগঠনের সদস্যপদ গ্রহণ বাধ্যতামূলক।

এ ক্ষেত্রে সদস্য হিসেবে অন্তর্ভুক্তির জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে আবেদনপ্রাপ্তির পর ওই নির্দিষ্ট নিবন্ধিত বাণিজ্য সংগঠন সংঘবিধি অনুযায়ী তাকে সদস্য হিসেবে স্বীকৃতি প্রদান করবে। নিবন্ধিত বাণিজ্য সংগঠন হিসেবে আটাবকে মন্ত্রণালয় থেকে রেজিস্ট্রশনপ্রাপ্ত ট্রাভেল এজেন্সিগুলো থেকে আবেদন প্রাপ্তি সাপেক্ষে সংঘবিধি অনুযায়ী সদস্যপদ গ্রহণের বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ বিষয়ে জানতে চাইলে সোমবার (৪ নভেম্বর) আটাবের সভাপতি আবদুস সালাম আরেফ বলেন, বাণিজ্য সংগঠন আইন অনুযায়ী আটাবের পক্ষ থেকে এই আবেদন করা হয়েছিল। এখন মন্ত্রণালয় থেকে সেই নির্দেশনা পাওয়া গেছে। কেউ ট্রাভেল এজেন্সি ব্যবসা করতে চাইলে তাকে আটাবের সদস্য হতে হবে।

তিনি বলেন, এখন আটাবের প্রায় তিন হাজার ৬০০ সদস্য রয়েছে। এর বাইরে দেশের আনাচে-কানাচে আরও ৮ থেকে ১০ হাজার অবৈধ ট্রাভেল এজেন্সি রয়েছে। এসব এজেন্সিতে উড়োজাহাজ টিকিট বিক্রি, ট্যুর প্যাকেজের নামে পর্যটকদের সঙ্গে প্রতারণা করা হয়। আশা করি নতুন নির্দেশনার মাধ্যমে এই অবৈধ ব্যবসা বন্ধ হবে।

এমএমএ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত