টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৯:৫১, ১০ মার্চ ২০২৫
আপডেট: ০৯:৫৪, ১০ মার্চ ২০২৫
টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কামাক্ষারমোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ বলছে, তাৎক্ষণিক নিহত ব্যক্তিদের নাম-পরিচয় পাওয়া যায়নি। মরদেহের পাশে একটি মোটরসাইকেল পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, বড় কোনো গাড়ি মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুজন মোটরসাইকেলের চালক ও আরোহী ছিলেন।
যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে যমুনা সেতু পূর্ব সেতু থানায় নেওয়া হয়েছে। সেই সঙ্গে নিহতদের নাম-পরিচয় শনাক্তের কাজ চলছে।’’
ঢাকা/কাওসার/রাজীব