Homeদেশের গণমাধ্যমেজিনদের সংসারধর্ম | প্রথম আলো

জিনদের সংসারধর্ম | প্রথম আলো


জিনদের মধ্যে বিয়ের প্রচলন রয়েছে। জিন ও শয়তান একই জাতি, একই উপাদান দিয়ে তাদের সৃষ্টি করা হয়েছে। মানুষের মতো তাদেরও সংখ্যা বৃদ্ধি হয় প্রজননের মাধ্যমে। জিনদের প্রবৃত্তির চাহিদা আছে, তারা স্ত্রী-সঙ্গ উপভোগ করে এবং তাদের সন্তান হয়। জান্নাতের হুরদের বর্ণনা করতে গিয়ে আল্লাহতায়ালা বলেন, সেখানে থাকবে আনতনয়না তরুণীরা, যাদেরকে পূর্বে মানুষ বা জিন স্পর্শ করেনি (সুরা রহমান, আয়াত: ৫৬)

কাতাদা (রহ.) বলেন, ‘মানুষের মতো জিনরাও সন্তান জন্ম দেয়।’ (তাফসিরে ইবনে আবি হাতিম, ১২৮৫১)

ইমাম বাইহাকি বর্ণনা করেন, আদম সন্তানদের বিরুদ্ধে লড়াই করতে ইবলিস আল্লাহর কাছে তার সন্তান বৃদ্ধির জন্য দরখাস্ত করলে আল্লাহ তার আবেদন মঞ্জুর করে বলেন, ‘প্রতি একজন আদম সন্তানের বিপরীতে তোর সন্তান জন্ম হবে ১০ টি।’ (বায়হাকি, হাদিস: ৬,৬৬৯)



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত