গতকাল বুধবার এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিনিদের তাঁদের ভূমি থেকে উৎখাত করার যেকোনো চেষ্টা প্রত্যাখ্যান করছে দেশটি। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও হামাসও ট্রাম্পের ঘোষণার নিন্দা জানিয়েছে।
গাজায় বিনিয়োগ নিয়ে কোনো আলোচনায় কুশনার এরই মধ্যে অংশ নিয়েছেন কি না, তা নিশ্চিত হতে পারেনি রয়টার্স। ইতিপূর্বে তাঁর ইকুইটি প্রতিষ্ঠান সৌদি আরবের কাছ থেকে ২০০ কোটি ডলারসহ উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে বিনিয়োগ পেয়েছে।
গাজাকে সমুদ্রসৈকতের অবকাশযাপন কেন্দ্র বানানোর ট্রাম্পের অসম্ভব পরিকল্পনাটি শুনতে ভালো হলেও ফিলিস্তিনিদের জন্য এটি দুঃস্বপ্নের মতো। এ ঘোষণা তাঁদের ‘নাকবা’ বা ১৯৪৮ সালের যুদ্ধের পর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার শুরুতে তৈরি হওয়া বিপর্যয়কেই মনে করিয়ে দেয়। ইসরায়েলের দখলদারির মুখে ওই সময় ৭ লাখ ফিলিস্তিনি নিজেদের ভূমি থেকে পালিয়ে যান বা তাঁদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য করা হয়।