স্থানীয় লোকজনের বরাত দিয়ে ওসি জানান, যুবকের সঙ্গে ওই নারীর সম্পর্ক ছিল। গতকাল রাতে ওই নারীর শাশুড়ি বুঝতে পারেন ঘরে কেউ ঢুকেছে। তিনি দরজায় ধাক্কা দিয়ে সাড়া না পেয়ে প্রতিবেশীদের জানান। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে দুটি ঝুলন্ত লাশ দেখতে পায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য লাশ আজ রোববার সকালে থানা থেকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।