তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল থেকে সরে যাওয়ার পর সেখানে টেম্পোচালকেরা গাড়ি নিয়ে আসার সাহস করেনি। অনেকে ভয়ে এই রুটে গাড়ি চালানো বন্ধ রেখেছেন। এ সময় ব্যাটারিচালিত অটোরিকশায় যাতায়াত করেছেন স্থানীয় লোকজন। তবে ভাড়া গুনতে হয়েছে বেশি।
ঘটনার পর একাধিক শ্রমিকনেতার সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, শাহ আমানত সেতু থেকে কোতোয়ালি-নিউমার্কেট রুটে চলাচলকারী টেম্পোগুলো স্থানীয়ভাবে ‘মাহিন্দ্রা’ নামে পরিচিত। আগের কমিটি ও বর্তমান কমিটির মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে বুধবার সংঘর্ষ হয়। সন্ধ্যার পর চালকেরা গাড়ি নিয়ে বের হননি। দু-একজন বের হয়েছেন।