পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ওই কিশোর একটি মোটরসাইকেল ওয়ার্কশপে মেকানিক হিসেবে কাজ করত। বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে গ্রামীণ সড়ক ধরে সে কর্মস্থলে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে তার মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল আরোহী ওই কিশোর গুরুতর আহত হলে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা ফেনী সদর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কুমিল্লা এলাকায় তার মৃত্যু হয়।