স্বাধীন বাংলা দলের বীরত্বগাথার গল্প চাইলে আপনি শুনতে পারেন ১৭ জনের কাছে। কিন্তু অনেকের স্মৃতিতেই ধুলো জমেছে, এখন আর অনেক কিছু মনে নেই। গর্বটা ঠিকই রয়ে গেছে প্রতাপ শঙ্কর হাজরা, কাজী সালাহউদ্দিন, এনায়েতুর রহমান খান, শেখ আশরাফ আলী, শাহজাহান আলম, মুজিবুর রহমান, মোহাম্মদ কায়কোবাদ, তছলিম উদ্দিন শেখ, সুভাষ সাহা, বীরেন দাস বীরু, আবদুল মোমেন জোয়ার্দার, সঞ্জীত কুমার দে, মোজাম্মেল হক, আবদুস সাত্তার, অনিরুদ্ধ চ্যাটার্জি, নিহার রঞ্জন দাস, প্রাণ গোবিন্দ কুন্ডুদের।