Homeদেশের গণমাধ্যমেকেন্দ্রীয় চুক্তি, প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতনবৃদ্ধিসহ আসছে যে সব সিদ্ধান্ত

কেন্দ্রীয় চুক্তি, প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতনবৃদ্ধিসহ আসছে যে সব সিদ্ধান্ত


বিসিবির বোর্ড মিটিং









প্রকাশিত: ২৩:১৭, ২ মার্চ ২০২৫  
আপডেট: ২৩:৩১, ২ মার্চ ২০২৫


দুই মাস গড়িয়ে তৃতীয় মাসে পা রেখেছে ২০২৫ সাল। তবে এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি জাতীয় ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি। চলতি বছরে কোন সংস্করণে কোন ক্রিকেটার কোন ক্যাটাগরিতে থাকছেন অবশেষে তা চূড়ান্তের অপেক্ষায়।

সোমবার (০৩ মার্চ) দুপুরে বোর্ড মিটিং ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুপুর ১টা ৩০ মিনিটে মিরপুর শের-ই-বাংলার বোর্ড কার্যালয়ে ১৮তম বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে।

এতে জাতীয় ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে আলোচনা ও ক্রিকেটারদের নাম চূড়ান্ত করা হবে। এবারের মিটিংয়ের অ্যাজেন্ডার মধ্যে বেশ কয়েকটিই জাতীয় দল সম্পর্কিত।

ফেব্রুয়ারির ২৮ তারিখে জাতীয় নির্বাচক হিসেবে ইস্তফা দিয়েছেন নির্বাচক হান্নান সরকার। তার চাকরি এবং নির্বাচক হিসেবে কে আসবেন তার জায়গায় বিষয়টি চূড়ান্ত হতে পারে।

জাতীয় দলের দুই কোচ ফিল সিমন্স ও মোহাম্মদ সালাউদ্দিনের চুক্তি শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তাদের স্বপদে বহাল রাখা হবে কী না তা আলোচনা হবে মিটিংয়ে।

আলোচ্য সূচির অন্যতম প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন-ভাতা বৃদ্ধির বিষয়টি। এই মিটিংয়ে বাড়তে পারে প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন-ভাতা।

এ ছাড়া পূর্বাচলের স্টেডিয়াম, সিসিডিএমের অন্তর্ভূক্ত ক্লাবের নাম পরিবর্তনসহ আরও বেশ কয়েকটি বিষয় বোর্ড মিটিংয়ের অ্যাজেন্ডায় রয়েছে।

এর আগে বিসিবির সবশেষ বোর্ডসভা হয়েছে ২৫ জানুয়ারি। গঠনতন্ত্র সংশোধনীর দাবিতে ক্লাবগুলোর আন্দোলনের পর মিটিংটি অনুষ্ঠিত হয়েছিল।

ঢাকা/রিয়াদ/আমিনুল





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত