রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার সায়েরাগাছা এলাকার আম বাগান থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানার লুট হওয়া ৬০ রাউন্ড রাবার বুলেট উদ্ধার হয়েছে।
আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর আড়াইটায় কাশিয়াডাঙ্গা থানার এসআই মীর আরমান হোসেন ও তার টিম থানা এলাকায় টহল ডিউটি করছিল। এ সময় তারা কাশিয়াডাঙ্গা থানার সায়েরাগাছা এলাকায় একটি আম বাগানের ভেতর সন্দেহজনক একটি ব্যাগ দেখতে পান। পরে ব্যাগ থেকে ৬০ রাউন্ড রাবার বুলেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়।
গত ৫ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদরদফতরসহ বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশ বক্সে হামলা চালিয়ে দুষ্কৃতিকারীরা আগ্নেয়াস্ত্র, গুলি ও সরকারি বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
আগ্নেয়াস্ত্র, গুলি ও সরকারি মালামাল উদ্ধারের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন।
আরএমপির তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১ অথবা মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯) ও কন্ট্রোল রুম মোবা: নম্বর-০১৩২০-০৬৩৯৯৮-তে যোগাযোগ করতে বলা হয়েছে।