চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকায় একটি কাঠের নৌকা থেকে তিন হাজার ইয়াবা বড়িসহ দুজনকে আটক করেছে কোস্টগার্ড। অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে চারটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে তাঁদের আটক করা হয়।
আটক দুজন হলেন মো. ওয়াহিদ হেলাল (২৮) ও জুনাইদুল ইসলাম (২৬)। তাঁরা দুজন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে চট্টগ্রামের পতেঙ্গা, আনোয়ারা এবং কক্সবাজারের মহেশখালী থানায় চুরি-ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের কর্মকর্তারা।