এতোদিন দেশের মধ্যে ঘুরপাক খেলেও এবার ফারজানা বিথীর সামনে হাজির বিদেশ! তাও আবার দেশে দাঁড়িয়েই এমন ঘটনা ঘটাতে চলেছেন তিনি। রবিবার (২২ ডিসেম্বর) দিনগত রাতটা পার করতে পারলেই যেন এই লাস্যময়ী সঞ্চালকের পুরনো জীবনে ফিরবে নতুন একটা জীবন। তাও আবার দেশি নয়, বিদেশি!
সেই জীবনটাকে হাসিমুখে বরণ করে, সফলতার সঙ্গে টেনে নেওয়াই যেন বিথীর জীবনে এখন নতুন ব্রত। রবিবার রাতে খবরটি জানাতে গিয়ে, অভিব্যক্তিটা তেমনই ছিলো এই সঞ্চালকের কণ্ঠে।
বিথী বলেন, ‘সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যাটা আমার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টি নিয়ে খুবই এক্সাইটেড।’
সোমবার সন্ধ্যায় বিথীর সেই মাহেন্দ্রক্ষণে যাওয়ার আগেই রবিবার মধ্যরাতে জেনে নেওয়া যাক পুরনো কিছু তথ্য। বেশ ক’বছর ধরে টিভি পর্দার ভেতরে ও বাইরে অসংখ্য শো সঞ্চালনা করেছেন ফারজানা বিথী। টিভি পর্দায় সংগীত, স্পোর্টস, সিনেমা, সেলিব্রিটি শোসহ এমন কোনও ধরণের অনুষ্ঠান সম্ভবত নেই, যেখানে তিনি এখনও সঞ্চালকের চেয়ারে বসেননি।
সাম্প্রতিক বছরগুলোতে টিভি পর্দায় তিনি যেন পাল্লা দিয়ে ছুটে চলেছেন নিজের সঙ্গেই। এর বাইরে দেশ-বিদেশের করপোরেট শো আর কনসার্টের হোস্টিংও চলছে ১২ মাস। এই তো সেদিন, যুক্তরাজ্য থেকে ফিরেছেন সোলস ব্যান্ডের ট্যুরমেট হিসেবে। বিথী বেশ আত্মবিশ্বাস নিয়েই বাংলা ট্রিবিউনকে রবিবার (২২ ডিসেম্বর) রাতে বলছিলেন, ‘বাংলাদেশের বড় বা জনপ্রিয় প্রায় সব সংগীতশিল্পীর কনসার্ট বা ইভেন্ট করার সুযোগ আমার হয়েছে। সেটা টিভি, কনসার্ট বা করপোরেট মিলিয়ে দেশ ও বিদেশে হয়েছে। এর বাইরে ক্রিকেট ও ক্রিকেট তারকাদের নিয়েও প্রচুর শো করেছি। এরজন্য আমি কৃতজ্ঞ সংশ্লিষ্ট সবার প্রতি, ধন্যবাদ জানাই নিজেকেও।’
সঙ্গে এটুকুও চাপাকণ্ঠে মেনে নেন, দেশের প্রায় সব বড় তারকার শো সঞ্চালনা করলেও বিদেশের কোনও তারকার শো করা হয়নি ফারজানা বিথীর। তার ভাষায়, ‘এই বিষয়টি আমার জন্য একটু মন খারাপের ছিলো। সব সঞ্চালকই স্বপ্ন দেখে বিদেশি কোনও তারকার শো কিংবা গ্লোবাল কোনও ইভেন্টে সরাসরি কাজ করার। কেন জানি সেই সুযোগটি আমার হয়েও হচ্ছিলো না।’
অবশেষে, শক্ত পায়ে তীক্ষ্ণ দৃষ্টিতে সেই কাঙ্ক্ষিত ফ্রি-কিক দেওয়ার সুযোগ পেয়ে গেছেন ফারজানা বিথী! সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায়, লাখো দর্শকের সামনে সেই ফ্রি-কিক শটে স্বপ্নের বলটি জড়াবেন কাঙ্ক্ষিত গোলবারের জালে। তাও আবার সেই গোলের চমক দেখাবেন মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে!
অনেকেই জানেন, তবুও বলা; এদিন সন্ধ্যায় উক্ত মাঠে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠান ও মিউজিক ফেস্ট। আর তাতে গাইবেন পাকিস্তান থেকে উড়ে আসা বলিউডের অন্যতম সফল সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। আলোচিত এই কনসার্টের মঞ্চ সামাল দেওয়ার দায়িত্ব পেলেন খোদ ফারজানা বিথী! একজন লোকাল সঞ্চালকের জন্য এমন গ্লোবাল গোল কম গুরুত্বপূর্ণ নয়।
বিপিএল-এর এই রাজকীয় আয়োজনের মাধ্যমে প্রথমবার কোনও বৈদেশিক তারকার শো-সঞ্চালনার সুযোগ পাচ্ছেন বিথী। তার ভাষায়, ‘দেশের পাশাপাশি বিদেশেও আমি প্রচুর শো করছি। কিন্তু বিদেশের কোনও শিল্পীর শো এবারই প্রথম সঞ্চালনা করবো। এটা আমার জন্য অন্যরকম একটা মাইলেজ। তাও আবার সেটি হচ্ছে নিজ দেশে, জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মতো এতো বড় ভেন্যুতে। এমনিতেই এতো বড় পরিসরের কনসার্ট আমাদের দেশে খুব কমই হয়। আর বিপিএল একদিকে বাংলাদেশের ইভেন্ট। অন্যদিকে এটা গ্লোবাল ইভেন্টও। পৃথিবীর নানান দেশের তারকা ক্রিকেটাররা এখানে খেলবেন। মোট মিলিয়ে ফিল লাইক- দেশে বসেই বিদেশি! এটা আমার জন্য প্রথম তো বটেই, অনেক বড় একটা পাওয়া।’
দেশে বসে বিদেশি ফিল পাওয়ার চাইতেও ফারজানা বিথীর প্রতিক্রিয়ার নির্জাসটুকু এমন, এই ইভেন্টের অংশ হতে পারাটাও তার ক্যারিয়ারের জন্য বড় অর্জনের মতো। যে অর্জনটা আসলে তিনি সহজে পাননি। যার জন্য তাকে পুড়তে হয়েছে লম্বা সময়, শ্রম, সাধনা ও মেধা।
অন্যদের মতো অতীত ঘেঁটে নয়, সেটি খুব টের পাওয়া যায় বিথীর প্রচার চলতি টিভি শো কিংবা স্টেজ ব্যস্ততার তালিকা দেখলেই।
ফারজানা জানান দেন, গত ৮ বছর ধরে এখনও টানা করে চলেছেন এনটিভি’র ‘মিউজিক নাইট’। সিনেমা শিল্পীদের নিয়ে করছেন এটিএন বাংলার ‘সিনেব্লাস্ট’। বিজয় টিভিতে চলছে ‘তারকালয়’। এরসঙ্গে দ্রুতই যুক্ত হচ্ছে বিপিএল নিয়ে টানা টিভি শো।
সঞ্চালক বলেন, ‘তিনটি চ্যানেলে নিয়মিত শো করছি। বিপিএল-এর পুরোটাজুড়ে থাকবো আরেকটি টিভি চ্যানেলে। এরসঙ্গে এখন চলছে স্টেজ ও করপোরেট শোয়ের মৌসুম। ফলে গোটা দেশে প্রচুর শো সঞ্চালনা করতে হচ্ছে। পুরো শীতজুড়েই সেটি চলবে। তবে সব ছাপিয়ে এই শীতটা আমার জন্য সবচেয়ে স্পেশাল হয়ে ধরা দিলো বিপিএল-এর উদ্বোধনী আসরটি। কৃতজ্ঞতা প্রকাশ করছি, এই আসরের সঙ্গে জড়িত সবার প্রতি।’ অনেকেই জানেন, তবুও জানানো; ফরাসি কান উৎসবে বাংলাদেশের মুখ উজ্জ্বল করা সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’-এর অন্যতম অভিনেত্রী কিন্তু এই ফারজানা বিথী!