Homeদেশের গণমাধ্যমেউপাচার্যকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

উপাচার্যকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ


জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহর হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অন-ক্যাম্পাস শিক্ষার্থীদের অংশ গ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. এনামুল করিম।

এ সময় বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নুরুল ইসলাম, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. ফকির রফিকুল আলম, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আবুদ্দারদা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পেশাজীবী পরিষদের সহসভাপতি ও আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ বেলাল হোসেন, প্রকৌশল দপ্তরের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান, অতিরিক্ত কলেজ পরিদর্শক মো. সানাউল্লাহ মিঞা, উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. জাকির হোসেন, সহযোগী অধ্যাপক সৈয়দ আফজাল হোসেন, চাকরিরক্ষা কমিটির নেতারা নাজিমউদ্দিন আহমেদ সিশিম (অফিসার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি), মিয়া হোসেন রানা, খন্দকার আবু হানিফ, কর্মচারীদের পক্ষ থেকে সভাপতি ইকবাল হোসেন এবং অন-ক্যাম্পাস শিক্ষার্থীদের মধ্যে থেকে অফিউল হাসান, শাহরিয়ার রহমান ও আরিফুল।

প্রতিবাদ সভায় বক্তারা উপাচার্য হত্যার হুমকির দুষ্কৃতকারীকে দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তারের দাবি জানান।

অনুষ্ঠানে উপ-উপাচার্য প্রফেসর ড. নুরুল ইসলাম বলেন, এ ধরনের হুমকি উপাচার্যের সংস্কারের উদ্যোগ এবং সার্বিক উন্নয়ন কার্যক্রমকে ব্যাহত করার অপচেষ্টা ।

তিনি বলেন, এ আঘাত বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহত ছাত্র-জনতার উপর আঘাত। আমরা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বাংলাদেশের শিক্ষার্থীরা এ হুমকি বরদাস্ত করবো না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অভিভাবককে হুমকি দেওয়া মানে তার সংশ্লিষ্ট সবাইকে হুমকির শামিল। এ হুমকি একজনের জন্য নয়, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যারা সহমত পোষণ করে কাজ করছে তাদের জন্য হুমকিস্বরূপ। তিনি এই হুমকির তীব্র নিন্দা করে অনতিবিলম্বে দুষ্কৃতকারীকে গ্রেপ্তারের আহ্বান জানান।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত