Homeদেশের গণমাধ্যমেইরানে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ৯

ইরানে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ৯


ইরানে জ্বালানিবাহী একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। সোমবার (২৩ ডিসেম্বর) দক্ষিণপূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশের একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে। সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান মোহাম্মদ মেহদি সাজ্জাদি এই তথ্য জানিয়েছে। ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএর বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

এ নিয়ে ইরানে একদিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সড়ক দুর্ঘটনা ঘটলো। এর আগে, শনিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় লোরেস্তান প্রদেশের একটি গিরিখাতে বাস পড়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়।

দুর্বল সড়ক যোগাযোগ ব্যবস্থার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। ২০২৩ সালের মার্চ থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত দেশটিতে সড়ক দুর্ঘটনায় ২০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

আগস্টে ইরানের মধ্যাঞ্চলীয় এক এলাকায় ইরাকগামী একটি বাস দুর্ঘটনায় অন্তত ২৮ পাকিস্তানির মৃত্যু হয়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত