Homeদেশের গণমাধ্যমেইজতেমা ময়দান ও আশপাশে ড্রোন উড়ানোয় নিষেধাজ্ঞা

ইজতেমা ময়দান ও আশপাশে ড্রোন উড়ানোয় নিষেধাজ্ঞা


বিশ্ব ইজতেমা ময়দান ও আশপাশের দুই কিলোমিটারের মধ্যে অনুমতি ছাড়া ড্রোন ক্যামেরাসহ অন্যকোনো ইলেকট্রনিক ডিভাইস উড়ানোয় নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।

রোববার (২ ফেব্রুয়ারি) গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানাধীন ইজতেমা ময়দানে বিশ্ব ইজতেমা চলছে। বিশ্ব ইজতেমায় দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিদের সমাগম হয়। নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এ ময়দানসহ আশপাশের দুই কিলোমিটারের মধ্যে পুলিশের বিশেষ শাখার অনুমতি ছাড়া ড্রোন ক্যামেরাসহ অন্য কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো। এ আদেশ ২-১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি সংস্থা কর্তৃক বিশ্ব ইজতেমা ময়দানে ড্রোন ব্যবহারের সংখ্যা ও ড্রোন উড্ডয়নের সময় সম্পর্কে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সিটিএসবিকে আগে অবগত করার জন্য অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, রোববার সকালে ইজতেমার আখেরি মোনাজাত চলাকালে ড্রোন ভূপাতিতের ঘটনা ঘটে। এ সময় বিকট শব্দ হলে বোমা আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে শতাধিক মুসল্লি আহত হন। আহতদের মধ্যে ৪০ জনকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত