নতুন বছরের প্রথম সপ্তাহে আসছে গায়ক আসিফ আকবর ও ইমরানের নতুন গান ‘মন জানে’। গানটির সুর ও সংগীত করেছেন ইমরান এবং গানের কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।
এ বিষয়ে একটি গণমাধ্যমকে ইমরান বলেছেন, ‘ছেলেবেলা থেকে আসিফ ভাইয়ের গান শুনে বড় হয়েছি। আমাদের কাছে তখন গান মানেই ছিল আসিফ ভাই। ভাবতাম, তাঁর মতো গায়ক হব।’ তিনি বলেন, ‘আসিফ ভাই নিয়মিত কথাবার্তায় প্রশংসা যেমন করেন, তেমনি ভুল ধরিয়ে দেন।’