পাকিস্তানের এই বোমা হামলায় মোট ৪৬ জন নিহত হয়েছেন বলে উল্লেখ করেন জাবিহুল্লাহ মুজাহিদ। তিনি বলেন, নিহত ব্যক্তিদের অধিকাংশই শিশু ও নারী।
এ ছাড়া এই হামলায় ছয়জন আহত হয়েছেন বলে জানান তালেবান সরকারের এই মুখপাত্র।
পাকিস্তানের হামলার নিন্দা জানিয়ে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে আফগান ভূখণ্ডে পাকিস্তানের হামলাকে বর্বর ও স্পষ্ট আগ্রাসন বলে অভিহিত করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এই কাপুরুষোচিত কাজের জবাব দেওয়া হবে। ভূখণ্ড ও সার্বভৌমত্বের সুরক্ষার বিষয়টিকে আফগানিস্তান তার অবিচ্ছেদ্য অধিকার বলে মনে করে।